ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমান বিধ্বস্ত হয়ে ২ মেয়েসহ হলিউড অভিনেতা অলিভার নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৬ জানুয়ারি ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ক্যারিবিয়ান সাগরে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার দুই মেয়েও প্রাণ হারিয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

পরিবার নিয়ে ছুটি কাটাতে ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিলেন অলিভার। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বিমানটি ক্যারাবিয়ান অঞ্চলের গ্রেনাডিন্সের দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়ায় যাচ্ছিল। 

বিমানটি উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই ক্যাারিবিয়ান সাগরে আছড়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

ডুবুরি ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করে। 

দুর্ঘটনায় ৫১ বছর বয়সি অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।

অভিনেতা অলিভার ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালের অ্যাকশন-কমেডি ‘স্পিড রেসার’-এ জর্জ ক্লুনির সঙ্গের বড়পর্দায় কাজ করেছেন। এই অভিনেতার ক্যারিয়ারের প্রথম দিকের ভূমিকাগুলোর মধ্যে টিভি সিরিজ ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ এবং সিনেমা ‘দ্য বেবি-সিটার্স ক্লাব’ উল্লেখযোগ্য।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি