‘বিমান ভূপাতিত করার চেষ্টা’ নস্যাৎ করল অস্ট্রেলিয়া
প্রকাশিত : ১৩:২২, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:২৪, ৩০ জুলাই ২০১৭
সন্ত্রাসী হামলা চালিয়ে ‘বিমান ভূপাতিত করার পরিকল্পনা নস্যাৎ’ করে দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার সন্ত্রাস বিরোধী পুলিশ।
ওই পরিকল্পনায় জড়িত সন্দেহে সিডনিজুড়ে অভিযান চালিয়ে পুলিশ শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে বলে বিবিসির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে জানানো হয়।
দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার ষড়যন্ত্র করছিল, ষড়যন্ত্রটি রুখে দেয় পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে সিডনির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বিমান ভূপাতিত পরিকল্পনাটি নস্যাৎ করে দেওয়া হয়।
আকাশপথে ভ্রমণকারীদের শান্ত থাকার আহ্বান জানান টার্নবুল। আস্থার সঙ্গে নিজ নিজ কাজ অব্যাহত রাখার নির্দেশও দেন তিনি।
তবে সন্ত্রারীরা কখন, কোথায়, কীভাবে বিমান ভূপাতিত করার পরিকল্পনা করেছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রো কভিন সাংবাদিক সম্মেলনে বলেন, গ্রেপ্তাকৃতদের সঙ্গে ইসলামী চরমপন্থার যোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ বা আইইডি ব্যবহার করে বিমান বিস্ফোরিত করার পরিকল্পনা করছিল বলেও জিানান তিনি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সিডনি বিমানবন্দরসহ দেশজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আর/টিকে
আরও পড়ুন