ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

বিমানবন্দরে দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৯, ১৭ নভেম্বর ২০২৪

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে তাকে। আরিফ হাসানকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ডিবি সূত্র জানায়, আরিফ হাসানকে বিমানবন্দর থানার এক‌টি হত‌্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা‌টি গত ১৯ জুলাই দায়ের করা হয়। 

আজ রোববার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। তাকে রিমান্ডে চাইবে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি