ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিমানবন্দরে স্বর্ণমুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ রমজান আলী (৪৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম তাকে আটক করে।  


আটক ভারতীয় নাগরিক রমজান আলী পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি দর্শনা সীমান্ত দিয়ে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।


এ বিষয়ে কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রমজানের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের মূল্য আনুমানিক প্রায় ৮৩ লাখ ১৫ হাজার টাকা। তাকে গ্রেফতারের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে।

//আর//এআর  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি