ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বিমানে খাবার চেয়ে না পেয়ে যা ঘটালেন বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২৯ অক্টোবর ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খাবার চেয়ে সময় মতো না পেয়ে হট্টগোল করেছেন এক বাংলাদেশি যাত্রী। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের বক্তব্য শুনে জিডির মাধ্যমে ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দেয় পুলিশ।

ওই যাত্রীর নাম ফয়েজ আহমদ। তার পৈত্রিক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। তবে তিনি ব্রিটিশ নাগরিক।

ফয়েজ আহমদের বিরুদ্ধে অভিযোগ, বিমানের যাত্রী, ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণ করেছেন তিনি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিলেটে আসেন যাত্রী ফয়েজ আহমেদ। বিমানটি উড়ন্ত অবস্থায় কয়েকজন যাত্রীর সঙ্গে অসদাচরণ করেন তিনি। ভুক্তভোগিরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। 

এ সময় বিমানের কেবিন ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ফয়েজের বিরুদ্ধে। এক পর্যায়ে বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। 

পরে ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফয়েজকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বিমানে যাত্রী, ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণ করায় ফয়েজ নামের ওই যাত্রীকে আটক করে থানাপুলিশের কাছে দেয়া হয়েছে।

বিষয় সম্পর্কে সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ফয়েজ আহমদের অভিযোগ তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বেশ কয়েকবার ক্রুদের কাছে খাবার চেয়ে না পেয়ে তিনি অসুস্থবোধ করেন এবং একটু উচ্চস্বরে কথা বলেন। 

ওসি আরও জানান, এসময় ক্রুদের সঙ্গে তার খানিক ধস্তাধস্তি হয়। পরে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়। এ ঘটনা ৪ কেবিন ক্রুর পক্ষ থেকে জিডি করা হয়েছে। দু'পক্ষের বক্তব্য শোনার পর ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি