ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের ৯ মাস পর বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বিয়ের ৯ মাস পর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। আর বাবা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক।  কলকাতার জনপ্রিয় এই দম্পতির এটাই প্রথম সন্তান। মা-মেয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। তবে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

জীবনের এমন আনন্দের মুহূর্তে হাসপাতাল থেকেই দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীময়ী। তবে মেয়ের মুখ দেখাননি তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন শ্রীময়ী। সেলফি তুলছেন তার বোন। ক্যামেরাক দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছেন শ্রীময়ী। ছবির উপরে লেখা, ‘মাসি অন ডিউটি’।

মা হওয়ার আগে কেউ জানতে পারেনি কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী অন্তঃসত্ত্বা। তবে কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও শেয়ার করার পরে কিছুটা ধারণা করা যায় যে অভিনেত্রী শিগগির সুখবর দিতে যাচ্ছেন। অবশেষে শনিবার রাতে কাঞ্চন নিজেই জানান, কন্যা এসেছে তাদের সংসারে। মেয়ের নাম রেখেছেন কৃষভি।

মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বাকালীন ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে পোস্ট দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এ যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠানামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভেতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরি এলো। আর তাকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই স্বার্থক হলো’।

প্রসঙ্গত, অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সী কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়েছিল। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছেন কাঞ্চন-শ্রীময়ী।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি