ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরতিতে অঙ্কুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৩০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

টালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক অঙ্কুশ। ‘বলো দুর্গা মাই কি’ ছবির পর এখন তিনি বিরতিতে আছেন। বিরতি নিয়ে মুম্বাইতে রয়েছেন এই তারকা।

অঙ্কুশ বর্তমান সময়ের হিরোদের তালিকায় খুবই পরিচিত নাম। ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘জামাই ৪২০’, ‘আশিকী’, ‘কি করে তোকে বলবো’, ‘কেলোর কীর্তি’, ‘জুলফিকার’, ‘হরিপদ ব্যাণ্ডওয়ালা’, ‘আমি যে কে তোমার’, ‘বলো দুর্গা মাই কি’র মত হিট সুপার হিট সিনেমায় অভিনয় করে ইতিমধ্যেই সাফল্য কুড়িয়েছেন।

তবে নিজেকে এখনও ফিট ভাবতে পারছেন না এই হিরো। তাইতো নিজেকে তৈরি করতে আবারও অভিনয় শিখছেন অঙ্কুশ। এ জন্যই মুম্বাই গেছেন তিনি। সেখানে নিজেকে গ্রুম করবেন বলে ঠিক করেছেন।

কীভাবে সংলাপ দিতে হয়, কথা বলতে হয়, অভিনয় করতে হয়- এসব যাবতীয় বিষয় তিনি শিখবেন মুম্বইতে থেকেই। অঙ্কুশের এই পরিকল্পনা দেখে বোঝাই যাচ্ছে- টালিউডের অন্য হিরোদের টক্কর দিতে নতুন এই পরিকল্পনায় নেমেছেন তিনি। আশা করা যাচ্ছে একেবারে অন্য ভূমিকায় হাজির হবেন অঙ্কুশ।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি