ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরল ব্ল্যাক প্যান্থার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিরল ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল উড়িষ্যার সুন্দরগড়ের জঙ্গলে। এই প্রথম  জঙ্গলটিতে ব্ল্যাক প্যান্থার দেখা গেল এবং তার গতিবিধি ধরা পড়ল ক্যামেরায়।
বন্যপ্রাণী বিভাগের প্রবীণ কর্মকর্তা সন্দীপ ত্রিপাঠী জানিয়েছেন, হিমগিরের সুন্দরগড়ের বনাঞ্চলে একটি ব্ল্যাক প্যান্থারের ছবি ক্যামেরায় ধরা পড়েছে। দেশের মধ্যে নবম রাজ্য হিসেবে উড়িষ্যায় ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল।
কেরালা, কর্নাটক, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু, আসাম ও অরুণাচল প্রদেশে এ বিরল প্রাণীটি আগে থেকেই রয়েছে। উড়িষ্যার ফুলওয়ানি ও সিমলিপালে প্রায় ২০ বছর আগে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল।
কিন্তু তখন তার গতিবিধি ক্যামেরায় ধরা পড়েনি। ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউটের তথ্য অনুসারে, ভারতের ১৭ রাজ্যে প্রায় ৯ হাজার চিতাবাঘ রয়েছে। ভারতীয় চিতাবাঘ এখন আন্তর্জাতিক স্তরে সংরক্ষিত প্রাণীর তালিকায়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি