বিরল রোগে আক্রান্ত পিন্টু গাজী
প্রকাশিত : ১০:৩৩, ৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:৪২, ৭ আগস্ট ২০১৯
সাতক্ষীরার হতদরিদ্র ভ্যানচালক পিন্টু গাজী। এক বিরল রোগ দেখা দিয়েছে তার শরীরে । চিকিৎসকরাও জানেন না এই রোগের নাম। স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন,তারা এ রোগের চিকিৎসা দিতে ব্যর্থ। তবে উন্নত চিকিৎসায় এর নিরাময় করা সম্ভব বলে দাবি তাদের। সুস্থ্য ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন পিন্টু গাজী।
পিন্টু গাজী উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মুজিবর গাজীর ছেলে। পিন্টু ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও দিনে দিনে বিরল এ রোগে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
তার সংসারে রয়েছে বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী ও স্কুল পড়ূয়া এক ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী পিন্টু অসুস্থ হয়ে পড়ায় একমাত্র ছেলেরও লেখাপড়া বন্ধ হওয়ার পথে। স্থানীয় চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেওয়ার কথা জানালেও তা পিন্টু ও তার পরিবারের কাছে আকাশকুসুম কল্পনা। যেখানে দু'বেলা দু'মুঠো ভাত জোগাতেই হিমশিম খাচ্ছে পুরো পরিবার, সেখানে উন্নত চিকিৎসা গ্রহণ করা তাদের কাছে অসম্ভব বলে জানান তারা।
এ বিরল রোগের চিকিৎসার ব্যাপারে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যানার্জি বলেন, এ জাতীয় চিকিৎসা আমাদের এখানে নেই, এটা ঢাকা মেডিকেল কলেজের ডা. শামন্ত লাল সেনকে দেখালে এর সমাধান হতে পারে।
আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, এ ধরনের বিরল রোগের জন্য আমাদের তত বেশি ফান্ড নেই। তবে সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ পরিষদ থেকে তার চিকিৎসার জন্য চেষ্টা করা হবে।
শ্রীকলস গ্রামের স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, পিন্টু গাজী উন্নত চিকিৎসায় এ রোগ থেকে যেন মুক্তি পেতে পারে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা জরুরি।
এনএম
আরও পড়ুন