ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিরল রোগে’ আক্রান্ত হয়েছেন ইরফান খান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৩, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা ইরফান খান বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি একটি টুইট করেন। টুইটে তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি বিরল রোগে আক্রান্ত। স্বাভাবিক ভাবে অভিনেতার এমন মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়েছে। উদ্বিগ্ন তার ভক্তরা।

ইরফান টুইটে জানান, ‘এক এক সময় জীবন অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে আপনাকে জাগিয়ে দেয়। গত ১৫ দিন ধরে আমি একটি রহস্যের মধ্যে যাচ্ছি। বিরল গল্পের খোঁজ করতে করতে যে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হব, তা কখনও ভাবতেও পারিনি। যদিও আমি হাল ছাড়ছি না। আগের মতোই নিজের পছন্দের জন্য লড়ে যাব।’

সেইসঙ্গে তিনি জানান, তার পরিবার ও বন্ধুরা পাশে রয়েছেন।

যদিও ঠিক কী রোগে তিনি আক্রান্ত, তা খোলসা করেননি অভিনেতা। তার ঠিক কী সমস্যা হচ্ছে, সেটাও ভেঙে বলেননি ইরফান। তবে এ নিয়ে অহেতুক জল্পনা না করতে অনুরোধ করেছেন তিনি। ইরফান জানিয়েছেন, সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে নির্দিষ্টভাবে রোগটির কথা জানতে পারলে তিনিই সবাইকে বিষয়টি জানাবেন। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি