ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিরাটই বিশ্বসেরা: গিলক্রিস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১০ সেপ্টেম্বর ২০১৮

উপমহাদেশের বাইরে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা ভারতের রয়েছে এবং তাদের দলে আছে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। অথচ সেই ক্ষমতাকে সায় দিচ্ছে না দলের মানসিকতা। এমনটাই মনে করছেন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট।

তিনি মনে করেন, মানসিকতায় উন্নতি করতে পারলে বিদেশে টেস্ট সিরিজ জেতার রাস্তাটা আরও সহজ হয়ে যাবে বিরাট কোহালিদের।

রোবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন, আমার বিশ্বাস ভারতীয় বোলিং বিভাগ ও তাদের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান রয়েছে তাদের দলে। তাই মানসিকতায় একটু পরিবর্তন করতে পারলে তাদের জন্য কাজটা সহজ হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে সিরিজ হাতছাড়া হয় ভারতের। যা প্রশ্ন তুলেছে বিরাটের নেতৃত্ব নিয়ে। সে বিষয়ে অবশ্য সে ভাবে মন্তব্য করতে চাননি গিলক্রিস্ট। বরং প্রশংসাই করেছেন।

গিলক্রিস্ট বলেন, নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেন একটা নেশার মতো হয়ে গেছে বিরাটের কাছে। এটা কিন্তু একজন অধিনায়কের কাছে অত্যন্ত ইতিবাচক একটি দিক। অস্ট্রেলিয়ার পরিবেশে সেটাই তাদের কাজে লাগবে।

সূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি