ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিরাটকে পিছনে ফেললেন ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৬ জানুয়ারি ২০১৯

অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। এই জয়ে সিরিজে সমতা আনে সফরকারীরা। এ জয়ে প্রধান ভূমিকা রাখেন অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। কোহলি ১০৪ ও ধোনি অপরাজিত ৫৫ রান করেন।

এ দিন ৫৪ বলে ৫৫ রানে দুরন্ত ইনিংস এল ধোনির ব্যাট থেকে৷ সেই সঙ্গে এ দিন কোহলিকে টপকে গেলেন ধোনি৷ সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে (ন্যূনতম ২৫ ইনিংস) বিরাটের ব্যাটিং গড় ৯৯ দশমিক ০৪৷ পরিসংখ্যান বলছে, সেখানেই সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে ধোনির ব্যাটিং গড় ৯৯ দশমিক ৮৫৷

আর তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় মাইকেল বেভান। তার ব্যাটিং গড় ৮৬ দশমিক ২৫। চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার গড় ৮২ দশমিক ৭৭।

অন্যদিকে, অ্যাডিলেডে ধোনির দুরন্ত ইনিংসের প্রশংসায় সোশ্যাল মিডিয়ায় মাহি বন্দনার শুরু৷ ধোনির সঙ্গে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১-র বিশ্বকাপ জয়ের সফর কান্ডারি সেহওয়াগ টুইটে লিখেছেন, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’৷ বিশ্বকাপে ধোনি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন, মজার টুইটে সেটাই জানিয়ে দিলেন ‘নবাব অফ নজফগড়’৷

২৯৯ রান তাড়া করতে নেমে ধোনি ছাডা় শতরান হাঁকিয়েছেন কোহলি৷ ১০৪ রান হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট৷ ধোনি-কোহলির মেগা ইনিংস ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়৷ অ্যাডিলেড ওয়ান ডে জিতে সিরিজ ১-১ করল কোহলি অ্যান্ড কোং৷

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি