ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিরাটের অভিজ্ঞতার অভাব আছে: গাভাস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ইংল্যান্ডে ব্যাটসম্যান বিরাটের পারফরম্যান্স প্রশ্নাতীত, তবে ভারত অধিনায়েকর অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে নানাবিধ শঙ্কা। বিশেষ করে বোলিং পরিবর্তন আর ফিল্ড সাজানো নিয়ে বিরাট কোহলির নেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং সুনীল গাভাস্কার। সমালোচকরা প্রশ্ন তুলছেন কোহলির দল নির্বাচন নিয়েও।

বিরাটের ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সুনীল গাভস্কর। কোনও রাখঢাক না করেই কিংবদন্তি এই ক্রিকেটার জানিয়েছেন, বিরাটকে এখনও আরও অনেক কিছু শিখতে হবে।

ইংল্যান্ডে ভারতের ভরাডুবিতে হতবাক হওয়ার কিছু নেই। সুনীল গাভাস্কারের কথায়, দক্ষিণ আফ্রিকায় যে ভুল হয়েছিল সেই একই ভুল এবারও হয়েছে। প্রস্তুতিতে ঘাটতি থাকলে ব্যর্থই হতে হয়।

এই ভুল আসন্ন অস্ট্রেলিয়া সফরে যেন না হয়, সেই জন্য বিরাটকে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন সুনীল গাভস্কর। স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার ছাড়া এই অজি দল তুলনায় সহজ প্রতিপক্ষ হলেও অতীতের ভুল সংশোধন না করলে ভুগতে হবে, সে কথাই হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। কেবল দুবছরই হয়েছে কোহলি ভারতের (টেস্ট) অধিনায়ক হয়েছে। বেশ কিছু বিষয়ে অভিজ্ঞতার অভাব লক্ষ্য করা যাচ্ছে মত গাভাস্কারের।

সূত্র- জি ২৪

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি