ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিরুষ্কার বিয়ে নিয়ে শ্রীলঙ্কান নারীর আইসিসির বিরুদ্ধে অভিযোগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০৫, ২২ ডিসেম্বর ২০১৭

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে হয়ে গেল ইতালির মনোমুগ্ধকর শহরে। তারপর তারা মধুচন্দ্রিমায় গেলেন ইতালির তুসকানি থেকে রোম হয়ে ফিনল্যান্ডে। ইউরোপে মনোমুগ্ধকর পরিবেশে যখন তারা একান্তে দুজন দুজনার ভালোবাসার মুহুর্ত উপভোগ করছেন, ঠিক তখনই শ্রীলঙ্কার এক ক্রিকেট অনুরাগিনী জন্ম দিলেন নতুন বিতর্ক।

তিনি তার সব রাগ ঝাড়লেন কোহলি-আনুশকা নয় আইসিসির ওপর। তাদের বিয়ের পর শুভেচ্ছার ঢল নামে সোশ্যাল মিডিয়ায়। তবে এর মধ্যেই বিয়ের শুভেচ্ছা জানিয়ে সামান্য হলেও বিতর্ক তৈরি করেছে আইসিসি। আইসিসি অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে টুইট করে লেখা হয়েছে, ‘কনগ্র্যাচুলেশন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।’

আইসিসির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ভেসে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন শ্রীলঙ্কার এক মহিলা ক্রিকেট সমর্থক। দিনিথি উইরিশেখারা নামের ওই নারী ক্রিকেট সমর্থক পাল্টা লেখেন, ‘বিরাট-আনুশকাকে কোনো আঘাত না করেই বলছি, আইসিসি এটা কী করল! ওরা কবে থেকে ক্রিকেটারদের বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করল? অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও কী এরকম বার্তা পাঠানো হবে?’

এই বার্তায় শ্রীলঙ্কান ওই নারী ক্রিকেট ভক্ত বুঝিয়েছেন যে, আইসিসিতে বিরাট কোহলিকে যে দৃষ্টিভঙ্গীতে দেখা হয়, বাকি ক্রিকেটারদের কেন সেই দৃষ্টিভঙ্গীতে দেখা হবে না! ফলে শুভ সময়েও এমন অযাচিত বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি!

 

এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি