ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরুষ্কার রিসেপশনের নাচের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

 

 

 

বিয়ের রিসেপশনে নাচলেন বিরুষ্কা। বিদেশে বিয়ের কাজ সেরে ফেলায় দেশে এসে আয়োজন করলেন রিসিপশনের। সেখানে নামি দামি সব ধরণের মানুষের ছিল ব্যাপক উপস্থিতি। সবার সামনেই নাচলেন বিরুষ্কা। কিন্তু নাচে কে সেরা, কোহলি না অনুষ্কা? ভিডিও দেখে উত্তরটা বেছে নিন পাঠকরাই৷

বৃহস্পতিবার দিল্লিতে জমকালো অনুষ্ঠানে ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন নবদম্পতি৷ সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

বিদেশের মাটিতে সারলেন বিয়ের কাজ। বাহিরে হলেও দেশীয় আচার-আচরণে ত্রুটি রাখেননি বিরুষ্কা। দেশ ছাড়ার সময় অনুষ্কার পরিবরার সঙ্গে নিয়েছিল পারিবারিক পুরোহিতকে৷ হিন্দু-মতে বিয়ে সম্পন্ন হয়৷ মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানও হয় প্রথা মেনে৷ সুদূর ইতালিতে ঢোলের তালে ভাঙড়ায় পা-মিলিয়েছিলেন বিরাট-অনুষ্কা৷

ক্রিক-বলি সেলিব্রিটির বিয়ে সুদূর ইতালিতেও আমন্ত্রীত ছিলেন শাহরুখ খান ও আমির খান৷ শোনা গিয়েছিল আমন্ত্রণ ছিল রানি মুখোপাধ্যায় ও তাঁর স্বামী আদিত্য চোপড়ার৷ কিন্তু বলিউডেরর আর কোনও তারকাই ইতালিতে উপস্থিত ছিলেন না৷ তবে ক্রিকেট জগতের দুই তারকা সচিন টেন্ডুলকার ও যুবরাজ সিংয়ের নিমন্ত্রণ থাকলেও তাঁরাও ইতালি যেতে পারেননি৷ সুতরাং দিল্লি এবং মুম্বইতে সবার জন্য রিসেপশন অ্যারেঞ্জ করেছেন দম্পতি।

 

 

 

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি