ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিলম্ব হতে পারে খালেদা জিয়ার মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় ৫ বছর কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

তবে মামলার বাদী দুর্নীতি দমন কমিশন-দুদক জামিন স্থগিত চেয়ে আবেদন করলে মুক্তি পেতে জটিলতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, এক মামলায় জামিন পেলেও অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুক্তি আটকে দেবার সম্ভাবনা থাকছে।

খালেদা জিয়া জামিন পাওয়ায় তার আইনজীবী ও সমর্থকরা হাইকোর্ট প্রাঙ্গণেই উচ্ছাস প্রকাশ করেছেন।  তবে বিশ্লেষকরা বলছেন, হাইকোর্ট জামিনের আদেশ দিলেও অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হলে পিছিয়ে যেতে পারে খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা।

সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীর বলেন, জামিন আদেশের পর তা স্থগিত চেয়ে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের করা আবেদন আদালত গ্রহণ করলেও খালেদা জিয়ার মুক্তিতে জটিলতা বাড়বে।

তবে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনায় নিয়ে আইনী লড়াইয়ের পাশাপাশি সরকারের সদিচ্ছা থাকলে জামিন পাওয়া সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি