ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিলিন হওয়ার পথে ত্রিপুরা মহারাজার রাজকাচারী বাড়ি

প্রকাশিত : ১৫:৪৭, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভূমি অফিসের ভিতরে অবস্থিত ত্রিপুরা মহারাজার রাজকাচারী বাড়ি। সংস্কারের অভাবে বিলিন হওয়ার পথে এই প্রত্ন নিদর্শন। প্রাচীন ভবনটি সংস্কার করে পর্যটকদের জন্য উপযোগি করার দাবী এলাকাবাসীর।

ত্রিপুরার রাজাদের স্মৃতিচিহান শ্রীমঙ্গলের রাজকাচারী বাড়ি। এই প্রত্ননিদর্শনটি এখন শ্রীমঙ্গল উপজেলা ভুমি অফিস। একসময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছিলো ত্রিপুরা রাজ্যের অধিনে। রাজধানী দুরে হওয়ায় অষ্টাদশ শতকে ত্রিপুরার রাজা খাজনা আদায় ্ও রাজকার্য পরিচালনার সুবিধার্থে এখানে কাচারীবাড়ি।প্রতিষ্টা করেন।

কারুকাজ খচিত কাঁচারীবড়িটি দৈর্ঘে ৩০ ফুট প্রস্থে ২০ ফুট। এতে রয়েছে ৩টি কক্ষ,একটি বারান্দা, ৮টি দরজা সহ মোট ৯টি জানালা। এর প্রতিটি দেয়াল ১২ ইঞ্চি চওড়া, চুন–সুরকি নির্মিত। পাশেই শানবাঁধানো ঘাঁটসহ বিশালাকার পুকুর।

লোক মূখে শোনা ত্রিপুরার রাজাও এখানে আসতেন হাতিতে চড়ে। ইতিহাসের ধারক এই ভবনটি এখন ধ্বংসে মুখে। বিলিন হ্ওয়ার পথে ঘাট ও পুকুর।

শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন অঞ্চল। রাজকাচারী বাড়িটি হতে পারে পর্যটকদের অন্যতম আকর্ষণ।

বিস্তারিত ভিডিওতে দেখুন :


এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি