ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মহিউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১৩:১৬, ১২ এপ্রিল ২০১৯

ভাষা-সৈনিক, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এই উপলক্ষে মহানগর ঢাকা এবং মঠবাড়িয়া উপজেলায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হয়। একই দিন মরহুমের ধানমন্ডিস্থ বাসভবনে ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদে আছরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি