ঢাকা, রবিবার   ০২ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তার মৃত্যু হয়। এনিয়ে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

জানা গেছে,  শনিবার রাতে হাজী আব্দুল গফুর (৭৫) নামে আরও মুসল্লি মারা গেছেন। তার বাড়ি চরফ্যাশন, ভোলা। শনিবার মাগরিবের আগে তিনি ইন্তেকাল করেন। 

রোববার  (২ ফেব্রুয়ারি) সকালে ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে শনিবার বিকালে ইন্তেকাল করেন মুসল্লি রমিজ আলী। তার বাবার নাম মৃত দোস্ত মোহাম্মদ। তিনি হবিগঞ্জের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা।
 
এরআগে, প্রথম দফার ইজতেমায় আরও ৩ মুসল্লি মারা যান। তারা হলেন ইয়াকুব আলী (৬০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০)।

মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯.১১ মিনিট আর শেষ হয়েছে ৯.৩৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন, মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা। সোমবার থেকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মুনাজাতে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। 

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া ৭১ দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি