ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব কবিমঞ্চ আয়োজিত গ্রীষ্মকালীন কবিতা আসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ১৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে বিশ্ব কবিমঞ্চ আয়োজিত গ্রীষ্মকালীন কবিতা আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ওয়াহিদুল হক সভা কক্ষে এ গ্রীষ্মকালীন কবিতা আসর অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পুলক কান্তি ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিরঞ্জন অধিকারী।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আগরতলার প্রখ্যাত লেখক ও বঙ্গবন্ধু গবেষক ড. দেবব্রত দেবরায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের প্রখ্যাত সাহিত্যিক ড. আশিস কমার বৈদ্য, বিশ্ব কবিমঞ্চ আগরতলা শাখার সম্পাদিকা সুমিত্রা বর্ধন।

কবিতা পাঠে অংশগ্রহণ করেন সোনালী রায় বাগচি (আগরতলা, ভারত), রুপনারায়ণপুর পিস ওয়েলফেয়ার অরগানাইজেশন এর প্রেসিডেন্ট শতদ্বীপ সেন (রুপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান, ভারত), আবৃত্তি শিল্পী মৃণাল দেবনাথ (ত্রিপুরা, ভারত), কমরেড আলাউদ্দিনের মেয়ে আফরোজা অদিতি (ঢাকা, বাংলাদেশ), বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রিয় কমিটির সদস্য লিপি শেট (ঢাকা, বাংলাদেশ), বিশ্ব কবিমঞ্চ সাতক্ষীরা শাখার আহবায়ক ডা. মো. মুনসুর রহমান (ঢাকা, বাংলাদেশ), আসাদুজ্জামান (ময়মনসিংহ, বাংলাদেশ), আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাসার (ঢাকা, বাংলাদেশ)।

সংঙ্গীত পরিবেশনে অংশগ্রহন করেন সরোয়ার মাহিন (ঢাকা, বাংলাদেশ) ও স্বর্ণিমা রায় (আগরতলা, ভারত)।

কবিতা পাঠে হামিদ সরকার, সাংবাদিক রাহাত খানের স্ত্রী অর্পণা খানসহ বাংলাদেশ ও ভারতের সম্মানিত কবি, সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি