ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোকে মিয়ানমারে হত্যাকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান

প্রকাশিত : ১৭:৪৯, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৩, ২২ নভেম্বর ২০১৬

মিয়ানমারে নারকীয় হত্যাকান্ড বন্ধে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার  আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। মিয়ানমারের মানবতা চরম ভাবে লংঘিত হচ্ছে অভিযোগ করে  লিখিত বক্তব্যে তিনি বলেন, নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে এসব ঘটনা ঘটছে। নির্বিচারে হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি