ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশে ১৪৪তম

প্রকাশিত : ১৯:১৮, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১৮, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান এবার দুই ধাপ এগিয়ে ১৪৪তম হয়েছে। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন- রিপোর্টার্স উইদাউট বর্ডারস ১৮০টি দেশের গণমাধ্যম পর্যালোচনা করে এই সূচক প্রকাশ করে। তাদের মতে, এ’ বছর বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা তিন দশমিক সাত এক শতাংশ কমেছে। সূচকে টানা ৬ষ্ঠ বারের মতো প্রথম অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। পরের অবস্থানে নেদারল্যান্ডস ও নরওয়ে। সূচকে সবচেয়ে নিচের দিকের দেশ ইরিত্রিয়া। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ১৩৩ ও পাকিস্তান ১৪৭তম অবস্থানে রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি