বিশ্ব সমাজকর্ম দিবস আজ
প্রকাশিত : ১১:৫৪, ১৯ মার্চ ২০১৯
আজ ১৯ মার্চ বিশ্ব সমাজকর্ম দিবস। ‘মানব সম্পর্ক উন্নয়নের গুরুত্ব’- এই প্রতিপাদ্য সামনে রেখে পালিত হচ্ছে দিবসটি।
সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান। এর ব্যবহারিক দিককে আরও উৎকর্ষ দানের লক্ষ্যে প্রতিবছর নির্দিষ্ট একটি প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়। প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী সমাজকর্ম দিবস পালিত হয়ে থাকে।
সমাজকর্ম এমন একটি বিজ্ঞান, যার নিজস্ব কিছু সুবিন্যস্ত কর্মপ্রক্রিয়া, বিশ্বাস, নীতি ও মূল্যবোধ রয়েছে। ক্লাসরুমের শিক্ষাকে ব্যবহারিকভাবে কাজে লাগানোর সুযোগও পাওয়া যায় সমাজকর্মে। ব্যক্তি, দল, সমষ্টি যেখানেই সমস্যার সূত্রপাত, সেখানেই সমস্যা সমাধানের প্রতিনিধি হিসেবে সমাজকর্মী সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করে।
যদিও বিশ্বের বিভিন্ন দেশের বিবেচনায় বাংলাদেশের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। তবুও আশা রাখা যেতে পারে, অদূর ভবিষ্যতে বাংলাদেশেও সব ধরনের মনো-সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মীদের ওপর মানুষ আস্থাশীল হবে।
এসএ/