বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৮: র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৬:১০, ২৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:১০, ২৯ জুলাই ২০১৮
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ-এর উদ্যোগে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ-৩ -এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখমুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালের লিভার বিভাগের চেয়ারম্যান ও এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অ্যধাপক ডাঃমামুন আল মাহতাব (স্বপ্নীল)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি অধ্যাপক ও এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, জিটিভি ও সারাবাংলা.নেট-এর প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। বিজ্ঞপ্তি।
একে//