বিশ্বকাপ উন্মাদনা: আর্জেন্টিনা-ব্রাজিল পতাকার রঙে তিন সেতু (ভিডিও)
প্রকাশিত : ১৩:৪২, ১৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৫২, ১৭ নভেম্বর ২০২২
স্ত্রীর জমানো টাকা আর শখের আম বাগান বিক্রি করে ৪ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ কোরিয়ার পতাকা বানিয়ে সাড়া ফেলেছেন ব্রাক্ষণবাড়িয়ায় আবু কাউসার মিন্টু। এদিকে, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার রেশ পাহাড়ী জনপথ রাঙ্গামাটিতেও। ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে তিনটি সেতু রাঙিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত ফুটবলপ্রেমীরা।
২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল প্রিয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ভক্ত। প্রিয় দলকে সমর্থন জানিয়ে পতাকা কিংবা পুরো ভবনটিই পতাকার রঙে আঁকিয়ে তুললেও রাঙামাটি তার একটু ব্যতিক্রম।
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ঝুলুক্যাপাড়া সংযোগ ওয়াই আকৃতির বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ তালুকদার সেতুটি রূপ নিয়েছে আর্জেন্টিনার পতাকার রঙে। ভবিষ্যৎতে সেতু করলে সাধারণ ফুটবল প্রেমিদের চাহিদা মাথায় রেখে রঙ করার পরিকল্পনার কথা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, “সংযোগ ব্রিজ বা সেতুগুলোতে আমরা করছি নীল এবং সাদা রং ব্যবহার করেছি। ব্রাজিলের সমর্থকরাও দাবি জানিয়েছে, কিছু কিছু ব্রিজ সবুজ এবং হলুদ রঙ করার জন্য।”
আর ব্রাজিলের সমর্থকদের দাবিতে রাঙামাটি পৌরসভায়ও করা হয় ব্রাজিল সেতু। বিকেল নামলেই নানা বয়সী নারী-পুরুষের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠে সেতুর পুরো অংশ।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, “রাঙ্গামাটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক প্রায় কাছাকাছি। অনেকের দাবিও ছিল তাই একটি ব্রিজ ব্রাজিলের পতাকার রঙে করে দিয়েছি।”
এদিকে, স্ত্রীর জমানো টাকা ও শখের আম বাগান বিক্রি করে ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়ে সাড়া ফেলেছেন কোরিয়া ফেরত আবু কাউসার মিন্টু। জীবনের তাগিদে গিয়েছিলেন কোরিয়ায়। সেই থেকেই এই দলের সমর্থক।
কোরিয়া ফেরত আবু কাউসার মিন্টু বলেন, “জীবনের প্রথম ফুটবল বিশ্বকাপে ওখানে দেখি। কোরিয়ার খেলোয়াড়রা খুব ভালো খেলে। ওই বছর সেমিফাইনালে খেলে কোরিয়া। ওই থেকে আমি কোরিয়ার সমর্থক।”
দূরদূরান্ত থেকে মানুষ ছুঁটে আসছে এই পতাকাটি দেখার জন্য। খেলার মাধ্যমে দু’দেশের মধ্যে সেতুবন্ধন আরও জোরদার হবে এমন প্রত্যাশা এই কোরিয়ান সমর্থকের।
এএইচ