বিশ্বকাপ কেড়ে নিচ্ছে ম্যারাডোনার যত রেকর্ড
প্রকাশিত : ১১:৩২, ১১ জুন ২০১৮ | আপডেট: ১১:৩৩, ১১ জুন ২০১৮
নিজ দেশের হয়ে জয় করেছেন বিশ্বকাপ। শুধু মাঠের খেলোয়াড় হয়েই নয়, নেতৃত্ব দিয়েও দলকে রেখেছেন চাঙ্গা। এক ৮৬ বিশ্বকাপের মধ্য দিয়েই রেকর্ডবুকে নাম লেখান ম্যারাডোনা। তবে এবার সেই রেকর্ড হাতছাড়া হতে যাচ্ছে দ্য গড হ্যান্ডখ্যাত ম্যারাডোনার।
এবারের বিশ্বকাপে তার যেসব রেকর্ড হাতছাড়া হতে যাচ্ছে তা নিয়েই আজকের আয়োজন। রেকর্ড গড়েই তা ভাঙ্গার জন্য। তবে তাই বলে নিজ দেশের কেউ ভাঙ্লে বিষয়টা কেমন দেখায়? হ্যা, বিষটি এমনই ঘটছে। এবারের বিশ্বকাপে তার হাতছাড়া হচ্ছে দুটি রেকর্ড। এমনকি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সেখানেও ভাগ বসাবে অন্য কেউ। হ্যা, যার কথা বলা হচ্ছে, তিনি আর কেউ নয়, ম্যারাডোনার সাবেক শিষ্য লিওনেল মেসি।
রেকর্ডে চোখ বুলিয়ে দেখা যায়, অধিনায়কের আর্মব্যান্ড পরে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের কৃতিত্ব ম্যারাডোনার। বিশ্বকাপে তার গোল সংখ্যা ৬টি। ৫টি গোল করে তার পরের অবস্থানেই আছেন দর্দি সারোসি (হাঙ্গেরি), উই সিলার (জার্মানি), কার্ল হেইঞ্জ রুমেনিগে (জার্মানি) ও লোথার ম্যাথাউস (জার্মানি)। তবে তাদের কেউ আর মাঠে নেই। অন্যদিকে স্বদেশি মেসির গোল সংখ্যা ৪টি। অর্থ্যাৎ ম্যারাডোনার রেকর্ড ছুঁতে দরকার মাত্র দুটি গোলের। আর এবারের বিশ্বকাপে সেই গোল করে ম্যারাডোনার ৩০ বছর ধরে ধরে রাখা রেকর্ডে ভাগ বসাবেন মেসি, এমনটাই ভাবা হচ্ছে।
এদিকে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ম্যারাডোনার। মোট ১৬ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। ম্যারাডোনার এই কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেক্সিকোর রাফায়েল মার্কেজের। তিনি অধিনায়ক হিসেবে খেলেছেন ১৪টি ম্যাচ। এবারের বিশ্বকাপেও যদি নেতৃত্ব দেন, তাহলে ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে তার সামনে।
এমজে/