ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড: কেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২৩ মে ২০১৮

এবারের রাশিয়া বিশ্বকাপে সম্ভাব্য বিজয়ী দল হিসেবে জার্মানি,ব্রাজিল ও স্পেনের নাম জোরেশোরে শুনা গেলেও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন মনে করেন, এবারের বিশ্বকাপে তাদের বিশ্বকাপে জেতার সম্ভাবনা রয়েছে।

গত মঙ্গলবার তাকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়। ২৪ বছর বয়সী স্ট্রাইকার হ্যারি কেইনকে দলটির অধিনায়ক নির্বাচিত করেন দলটির ম্যানেজার গ্যারেথ সাউথগেট।

চলতি বছরে কেন সব মিলিয়ে ৪১ গোল করেন। এদিকে প্রিমিয়ার লিগেও দলটির অবস্থান তিনে রয়েছে। অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসা কেইন বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে কোনো কিছুই অসম্ভব নয়। এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। আশা করছি, আমরাও চ্যাম্পিয়ন হতে পারবো।

আগামী ১২ জুন ইংল্যান্ড দল রাশিয়ার উদ্দেশে যাত্রা করবেন এবং ১৮ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবেন। এরপর পানামা ও বেলজিয়ামের বিপক্ষে প্রথম রাউন্ডের লড়বেন কেইনরা।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি