বিশ্বকাপ জিতে গেছে মরক্কো!
প্রকাশিত : ১৬:২০, ১৪ ডিসেম্বর ২০২২
ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর মাত্র একটি ম্যাচ! তারপরেই অধরা শিরোপায় চুমু খেতে পারবেন মেসি-মারিয়ারা!
তবে আর্জেন্টিনা কাপ জিতবে কিনা- এই প্রশ্নটা যতো শোনা যাচ্ছে, তার চেয়ে কোনো অংশে কম শোনা যাচ্ছে না- মরক্কো কি এবার চ্যাম্পিয়ন হয়েই যাবে?
এ প্রশ্নের উত্তরে যে যা-ই ভাবুক না কেন, মরক্কানরা ভাবছে, তারা এখন যে কোনো কিছু করে ফেলতে পারে। আর যদি তা না-ও হয়, তাতেও আপত্তি নেই। কারণ, দলটি এ পর্যন্ত যেভাবে খেলেছে, তাদের হিসেবে এরইমধ্যে তারা বিশ্বকাপ জিতে গেছে।
মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
পুরো মরক্কো এখন বিশ্বকাপ জ্বরে কাঁপছে। কাতার বিশ্বকাপে দেশটির অভাবনীয় সাফল্যে আচ্ছন্ন হয়ে পড়েছে তারা। প্রাত্যাহিক কাজও তাদের কাছে গৌণ হয়ে পড়েছে! তাদের মূল চিন্তা এখন বিশ্বকাপ নিয়েই।
লামিয়া নামে কাসাব্ল্যাঙ্কার এক বাসিন্দা বলেন, আমি মনে করি, আমরা এখন যে কোনো কিছু করতে পারি। অবশ্য আমার হিসেবে মরক্কো এরইমধ্যে বিশ্বকাপ জিতে গেছে। কারণ তারা টুর্নামেন্টে এতদূর যে এসেছে, এরপর সেমিফাইনালে জয় হোক বা না হোক, সবার মন জয় করা হয়ে গেছে।
৩৯ বছর বয়সী হাসান ফাদলাউই বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এটা আমার কাছে বাস্তব মনে হয় না। গত কয়েক সপ্তাহে আমাদের জন্য এটি একটি আশ্চর্যজনক যাত্রা ছিল।
কোয়ার্টার ফাইনালের খেলা দেখতে দোহা গিয়েছিলেন রিম, নাজমা ও লুবনা। অবিস্মরণীয় ওই জয়ের পর তারা বলেন, আমরা ফিরে যাচ্ছি। তবে সেমিফাইনালের জন্য আবার আসবো। মরক্কোতে এখন কাজ নিয়ে কেউ সিরিয়াস নয়। কাজের গুরুত্ব কমে গেছে। সবাই এখন বিশ্বকাপ জ্বরে ভুগছি।
কাতারে মরক্কোর শেষটা দেখতে চান খাদিজা নামের আরেক সমর্থক। তিনি বলেন, আমি মরক্কান হতে পেরে খুব গর্বিত। এটা এই মুহূর্তে বিশ্বের সেরা অনুভূতি। পরের ম্যাচের জন্য তর সইছে না আমাদের। আমরা কাতারেই থাকছি, বাড়ি যাচ্ছি না।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপের ট্রফি তুলে ধরা থেকে মাত্র দুটি জয় দূরে অবস্থান করছে ইতিহাস সৃষ্টিকারী মরক্কো। দলটি এবারের বিশ্বকাপে এখনও অপরাজিত। গ্রুপ পর্বে একবার আত্মঘাতী গোল ছাড়া প্রতিপক্ষের কেউ মরক্কোর জালে বল পাঠাতে পারেনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করা মরক্কো এর আগে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো বড় দলগুলোকে ধরাশায়ী করেছে। ফাইনালে যাওয়ার পথে মরক্কোর সামনে দাঁড়িয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আজ বুধবার রাতে সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সখ্যাত মরক্কো।
আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এনএস/এমএম/