ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ থেকে আয়ের সব অর্থ দান করছেন এমবাপ্পে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১৭ জুলাই ২০১৮

এবারের বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী ফ্রান্সের তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। খেলার নৈপূণ্যতায় সবাইকে মুগ্ধ করলেও অন্য একটি বিষয়েও পুরো বিশ্বকে সে মহানুভবতায় মুগ্ধ করেছে। সেটি হলো রাশিয়া বিশ্বকাপ জয়ের পর ২০১৮ ফিফা বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই একটি চ্যারিটিতে দান করতে চলেছেন পিএসজি তারকা।  

ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশি মুদ্রায় সোয়া চার কোটি টাকা পেয়েছেন এমবাপে। পারিশ্রমিক বাবদ পাওয়া এই অর্থের পুরোটাই তিনি চ্যারটিতে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

এবারের বিশ্বকাপ আসরে সেরা উদীয়মান ফুটবলারের তকমা পেয়েছেন এমবাপে। সাত ম্যাচে চারটি গোল করে নজর কেড়েছেন ফুটবল বিশ্বের। ছুঁয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার, কিংবদন্তি পেলের রেকর্ড। ১৯৫৮ সালের পর প্রথম টিনএজার ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন এমবাপ্পে।

তারা খেলা দেখে অনেক ফুটবলবোদ্ধাই বলছেন, সাফল্যে মাথা না ঘুরে গেলে, লিওনেল মেসি, সিআর-৭দের যোগ্য উত্তরসূরি হয়ে উঠবেন এমবাপে।

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি