ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ থেকে ছিটকে পড়া স্পেন কোচ যা বললেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের স্বাগতিকদের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে স্পেন। আর ম্যাচ শেষে দলটির কোচ ফার্নান্দো হিয়েরো বলেছেন, এই হারের ফলে স্পেনের কোচ হিসেবে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচে ১২০ মিনিটের ম্যাচটি ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচের ভাগ্য। আর সেখানেই ৪-৩ গোলের ব্যবধানে হারে স্পেন।

ফার্নান্দো আরো বলেন, স্পেনের জাতীয় দলের কোচ থাকা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নয়। কারণ আমি বিশ্বকাপ শুরুর মাত্র ৩ দিন আগে নিয়োগ পেয়েছি। তবে হ্যাঁ কেউ যদি দোষারোপ করতে চান তাহলে আমাকেই করুন। খেলোয়াড়দের নয়।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে স্পেনিশদের মিশন শুরুর মাত্র ৩দিন আগে প্রধান কোচ জুলেন লুপেতেগি বরখাস্ত করে স্পেন।

সূত্র-ফোরফোর টু ডটকম

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি