ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ দেখতে ট্রাকে ১৮০০ কি.মি. পাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সুইজারল্যান্ড থেকে ১৮০০ কিলোমিটার ট্রাক্টর চালিয়ে বিশ্বকাপ দেখতে রাশিয়ায় এসেছেন তিন বন্ধু। ফুটবল বিশ্বকাপের চাক্ষুস সাক্ষী হতে নজির সৃষ্টিকারি এ তিন বন্ধু হলেন- বিট স্তুদার, ওয়েরনার জেমারম্যান ও জোসেফ ওয়্যার।

নিজ দেশের খেলা উপভোগে তারা রাশিয়ায় এসেছেন  গত বৃহস্পতিবার। কেননা সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের ম্যাচটি ছিল পরদিন শুক্রবার। রাশিয়ায় পৌঁছে সুইস সংবাদ মাধ্যমে ট্রাক্টরের মালিক মিট স্তুদার বলেন, আপনারা যা দেখছেন এটা অবিশ্বাস্যই বলা চলে। ট্রাক্টরে করে আমরা সুইজারল্যান্ড সমর্থন করতে চলে এসেছি।

সুইজারল্যান্ড থেকে ১৪ দিনের ট্রাক্টর যাত্রা শেষ করে খেলা দেখতে আসা সার্থকই হয়েছে জেমারম্যান-জোসেফদের। সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে সুইস ফুটবল দল। দ্বিতীয় রাউন্ডের পথেও এক পা দিয়ে রেখেছে তারা।

এর আগে জার্মানির সমর্থক হাবার্থ ওয়ার্থ ত্রিশ দিনে ২৪০০ কিলোমিটার ট্রাক্টর চালিয়ে বিশ্বকাপ দেখতে এসেছিলেন। কিন্তু প্রথম ম্যাচে প্রিয় দলের হার দিয়েই শুরু হয়েছে তার যাত্রা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি