ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ নিয়ে অবশেষে দেশে ফিরেছে ভারতীয় দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ৪ জুলাই ২০২৪ | আপডেট: ১২:১১, ৪ জুলাই ২০২৪

অবশেষে দেশে ফিরেছে ভারত ক্রিকেট দল। বিশ্বজয়ের ১০৫ ঘণ্টা পর দিল্লিতে পা রাখে রোহিত-কোহলিরা।

ভয়ঙ্কর ঘূর্ণঝড় বেরিলের কারণে প্রায় চার দিন বার্বাডোজেই আটকে থাকতে হয়েছে তাদের। রোববার থেকে বন্ধ করে দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলো। 

ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল। বিশ্বজয়ীদের দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিসিসিআই কর্তারা। 

বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টায় বার্বাডোজ থেকে রওনা হয় ভারতীয় দল। ১৬ ঘণ্টার যাত্রা শেষে আজ বৃহস্পতিবার দেশে ফেরেন রোহিতরা।

দিল্লির হোটেলে বিশ্রায় নিয়ে সকাল ১১টার দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেন ক্রিকেটাররা।

বিকাল ৫টায় শুরু হবে বিজয় যাত্রা। নরিম্যান পয়েন্ট থেকে ছাটখোলা বাসে ২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রোহিতেরা পৌঁছবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। 

এরপর নিজেদের বাড়ি চলে যাবেন বিশ্বজয়ীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি