ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ফাইনালে জনবিস্ফোরণ, তথ্য প্রকাশ ফিফার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ফাইনালের পর এক মাসেরও বেশি কেটে গিয়েছে। ৩৩ দিন পর অবশেষে ফিফা জানাল, সেই ম্যাচ কত জন দর্শক দেখেছেন। সংখ্যাটা বিস্মিত হওয়ারই মতো। 

ফিফা জানিয়েছে, গোটা বিশ্বজুড়ে বিশ্বকাপের ফাইনাল দেখেছেন ১৫০ কোটি দর্শক। অর্থাৎ বিশ্বের যে কোনও দেশের জনসংখ্যার থেকেও বেশি মানুষ বিশ্বকাপ দেখেছেন। বলাই যায়, ফাইনালে জনবিস্ফোরণ হয়েছে।

বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া সেই ম্যাচকে সব বিশ্বকাপের ফাইনাল মিলিয়ে সেরা ম্যাচ বলা হচ্ছে। গোটা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকও প্রচুর। তাই ম্যাচ দেখার উৎসাহও ছিল প্রচণ্ড। মেসির দেশ বিশ্বকাপ জিতে ট্রফি ঘরে তুলেছে। মেসির মতো এক জন নামী ফুটবলার ফাইনালে খেলেছেন বলেই আগ্রহ তুঙ্গে ছিল বলে মনে করছে ফিফা। স্টেডিয়ামে খেলা দেখতে হাজির ছিলেন প্রায় ৮৯ হাজার দর্শক।

সমাজমাধ্যম এবং ডিজিটাল মাধ্যমেও ফিফার পোস্ট আগের সব নজির ভেঙে দিয়েছে। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপ জুড়ে সমাজমাধ্যমে হওয়া পোস্টের সংখ্যা ৯ কোটি ৩৬ লক্ষ। মোট ২৬,২০০ কোটি মানুষের কাছে সেই পোস্টগুলি পৌঁছেছে। পোস্টে প্রতিক্রিয়া হয়েছে ৫৯৫ কোটি।

দোহার লুসাইল স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা ১২০ মিনিট পর্যন্ত ৩-৩ ছিল। আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেছিলেন মেসি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। দুর্দান্ত খেলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।

বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। আগের রেকর্ডের থেকে একটি বেশি। কাতারের সব স্টেডিয়াম মিলিয়ে খেলা দেখেছেন ৩৪ লক্ষ মানুষ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি