ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ শেষে ছুটির মেজাজে রোনাল্ডো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ৯ জুলাই ২০১৮

উরুগুয়ের কাছে শেষ ষোলোতে হেরে শেষ হয়ে গিয়েছে পর্তুগালের বিশ্বকাপ অভিযান৷ স্পেনের বিরুদ্ধে দূরন্ত হ্যাটট্রিকসহ বিশ্বকাপে চারটি গোল করে রাশিয়া মাতানোর ইঙ্গিত দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ কিন্তু শেষ ষোলোতে মিশন মেষ হয়ে যায় তার।

এই অবস্থায় ফুটবল থেকে সাময়িক ফুরসৎ মিলিছে পর্তুগীজ স্ট্রাইকারের৷ অসবর সময়টায় মাঠ থেকে দূরেই কাটাচ্ছেন সিআর সেভেন৷ তবে একা নয়, সপরিবারে৷ সোশ্যাল মিডিয়ায় বান্ধবী জর্জিনা রডরিগেজ ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে রোনাল্ডোর বেশ কিছু ছবি সামনে এসেছে, যেখানে রীতিমতো ছুটির মেজাজে দেখা যাচ্ছে রিয়াল তারকাকে৷

জুভেন্তাসের সঙ্গে তার চুক্তি পাকা বলেও খবর ছড়িয়ে পড়েছে৷ ইতালিয়ান ক্লাবটি রোনাল্ডোকে পেতে ৮৮ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছ৷ ক্রিশ্চিয়ানো এমন লোভনীয় প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে খবর রটে গেলেও এখনও পর্যন্ত রিয়াল অথবা রোনাল্ডো কোনও তরফেই এমন খবরের সত্যতা স্বীকার করা হয়নি৷

তথ্যসূত্র: কলকাতা ২৪ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি