ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ সফর শেষ সালাহ’র!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৭ মে ২০১৮

এবারের মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে চর্চিত খেলোয়াড় তিনি৷ ইংলিশ প্রিমিয়র লিগে সর্বোচ্চ ৩২টি গোল করে যোগ্যতার প্রমাণ দিয়েছেন মোহম্মদ সালাহ৷ কিন্তু শনিবার রাতে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গুরুতর চোট পেলেন মিশরীয় ফরোয়ার্ড৷

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুধুই লিভারপুল সমর্থকদের জন্য কষ্টের নয়৷ এই ফাইনাল অশনি সঙ্কেত বয়ে আনছে মিশরবাসীর জন্যও৷ রাশিয়া ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার মুখে চোট পেয়ে মাঠের বাইরে মিশরের সেরা ফুটবলার৷ ম্যাচ শেষে লিভারপুলের কোচ ক্লপ নিরাশার বাণী শোনালেন সালাহর ভক্তকুলকে৷

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে লিভারপুল কোচ জানান, সালাহর আঘাত গুরুতর৷ সত্যিই খারাপভাবে চোট পেয়েছে ও৷ এক্স-রে করানোর জন্য হাসপাতালে রয়েছে সালাহ৷ ওকে দেখেও মোটেও ভালো লাগছে না৷ মনে হচ্ছে হয় কলার বোন কিংবা কাঁধ ভেঙেছে৷ আমরা একজন দারুণ খেলোয়াড়কে হারালাম৷ হয়ত বিশ্বকাপের আগে মিশর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারাল৷ এরপরই সালাহর সুস্থতার ব্যাপারে আশা চাগিয়ে রেখে ক্লপ বলেন, আমি এখনও আশা রাখি এসব যাতে কোনওটাই না হয়৷

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসেকে কাটিয়ে বল বের করে নিতে চান সালাহ৷ এই সময় রামোসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁধে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন মিশরীয় ফরোয়ার্ড৷ মাঠে চিকিৎসক এসে চেষ্টা করেন মিশরের ‘মেসি’কে সুস্থ করার৷ চিকিৎসক মাঠ ছাড়ার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন সালাহ৷ কিন্তু চোট গুরুতর হওয়ার জন্য মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার৷ এই চোটের ফলে সঙ্কটে পড়ল ইজিপ্টের জার্সি গায়ে সালাহর রাশিয়া বিশ্বকাপ৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি