ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী খেলা খুব বাজে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বকাপ টুর্নামেন্টের ‘তৃতীয় স্থান’ নির্ধারণী খেলার আয়োজন ‘একেবারেই নির্বুদ্ধিতার পরিচয়’ (আটার স্টুপিডিটি) বলে মন্তব্য করেছেন সাবেক তারকা ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার।

রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার হওয়ার পরও শেষ চার থেকে ছিটকে পড়ায় উত্তরসূরীদের মনের অবস্থা বিবেচনা করে টুইটারে তিনি এ মন্তব্য করেন।

ইংলিশদের হয়ে ৬৩টি ম্যাচে ৩০টি গোল করা শিয়ারার দাবি, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণের খেলা একেবারেই নির্বুদ্ধিতার পরিচায়ক। কোনো খেলোয়াড়ের অনিচ্ছার চাওয়া হতে পারে এটি।

প্রসঙ্গত, সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে তৃতীয় স্থান নির্ধারণীতে আজ রাত ৮টায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। পরদিন রাত ৯টায় ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি