ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপে দল ঘোষণা করল কাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১২ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৫১, ১৭ নভেম্বর ২০২২

ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ কাতার উদ্বোধনী ম্যাচ খেলবে আগামী ২০ নভেম্বর। এদিন তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। দেশটি প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। এ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্বাগতিকদের কোচ ফেলিক্স সানচেজ।

গ্রুপ ‘এ’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক সেনেগাল ও নেদারল্যান্ডস।

কাতারের ২৬ সদস্যের দল
গোলরক্ষক : সাদ আল শিব, মেশাল বারশিম, ইউসুফ হাসান।

ডিফেন্ডার : পেড্রো মিগুয়েল, মোসাব খেদার, তারেক সালমান, বাসাম আল-রাবী, বাউলেম খাউখি, আবদেলকারিম হাসান, ইসমাইল মুহাম্মদ, হোমাম আহমেদ, জসেম জাবের।

মিডফিল্ডার : আলী আসাদল্লা, আসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল হাজারী, মোস্তফা তারেক, করিম বাউদিয়াফ, আব্দুল আজিজ হাতেম।

ফরোয়ার্ড : নায়েফ আল হাধরামি, আহমেদ আলাদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমেজ আলী, মুহাম্মদ মুনতারি, খালেদ মনির।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি