বিশ্বকাপে সেঞ্চুরির সামনে সুয়ারেজ
প্রকাশিত : ১২:৫২, ২০ জুন ২০১৮
আজ বুধবার লুইস সুয়ারেজের মাইলস্টোন ম্যাচ। বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে শততম ম্যাচ খেলতে নামছেন উরুগুয়ের সুপারস্টার। বিশ্বকাপ সবসময়ই খালি হাতে ফিরিয়েছে বার্সা স্ট্রাইকারকে।
২০১০ সালে ঘানার বিরুদ্ধে গোল বাঁচাতে গিয়ে হ্যান্ডবল করায় লালকার্ড দেখতে হয়েছিল সুয়ারেজকে। আর চার বছর পর ব্রাজিলে বিখ্যাত হয়ে যায় সুয়ারেজের কামড় বিতর্ক। ইতালির চিয়েলিনিকে কামড়ে চার মাস নির্বাসিত হয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে।
অতীত ভুলে নিজের তৃতীয় বিশ্বকাপে সৌদি আরবের বিরুদ্ধে নিজের মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখতে চান সুয়ারেজ। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। ৯৯টি আন্তর্জাতিক ম্যাচে ৫১টি গোল করেছেন। রাশিয়াতে মিশরের বিরুদ্ধে প্রথম ম্যাচে নজর কাড়তে পারেননি। গোল করে মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইছেন লুইস সুয়ারেজ।
সূত্র: জিনিউজ
একে//