ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও সমাপনী হবে জমকালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ৫ অক্টোবর ২০২৩

শেষ পর্যন্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হলো না। নিরাপত্তার কারণে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছে আয়োজকরা।

তবে প্রচলিত উদ্বোধনী অনুষ্ঠানের পরিবর্তে ক্যাপ্টেন্স ডে’র আয়োজন ছিল। অনুষ্ঠানে ছিলেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। 

সব অধিনায়ককে একফ্রেমে রেখে ফটোশুট করা হয়। পরে সংবাদ সম্মেলনে স্বপ্ন ও সম্ভবনার কথা তুলে ধরেন অধিনায়করা। 

উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করলেও ১৯ নভেম্বর ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠান করবে বিসিসিআই। 

বুধবার ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্যাপ্টেন্স মিটের পরপরই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতো। আশা ভোঁসলে, শঙ্কর মহাদেবন, রণবীর সিং, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, বরুণ ধাওয়ান ও তামান্না ভাটিয়ার পারফর্ম করার কথা ছিল।

কিন্তু নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

এএইচ  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি