ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২২

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল ভারত। এবার সেই হাল হতে পারে পাকিস্তানের। দল ঘোষণার পর বাবর আজমদের এভাবেই আক্রমণ করলেন শোয়েব আখতার। 

সাবেক এই স্পিডস্টারের মতে, মিডল অর্ডার ব্যাটাররাই ভোগাবে পাকিস্তানকে। ফখর জামানের বাদ পড়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না পিণ্ডি এক্সপ্রেস।

শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে কী দল নির্বাচন করেছে, বুঝতে পারছি না। মিডল অর্ডার নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল। সেটাকেই পাত্তা দিল না কেউ। কোনও পরিবর্তনই হল না। এর আগে লক্ষ বার বলেছি, ফখরকে ছয়টা ওভার খেলতে দাও। অস্ট্রেলিয়ার পিচে ও ভালো খেলতে পারবে। বাবরকে উপরে খেলাও। সে কথা শুললোই না কেউই।’

শোয়েবের এক সময়ের সতীর্থ সাকলাইন মুশতাক অবশ্য এখন পাকিস্তানে দলের কোচ এবং মুখ্য নির্বাচক। পাকিস্তানের এই স্পিন যাদুকরকেও ধুয়ে দিলেন সাবেক এই পেসার। শোয়েবের দাবি, টি-টোয়েন্টি সম্পর্কে কিছুই বোঝেন না সাকলাইন। 

তার কথায়, ‘যদি মুখ্য নির্বাচকই গড়পরতা মানের হয়, তা হলে দলও সে রকমই হবে। ২০০২-এ শেষ বার ক্রিকেট খেলেছে সাকলাইন। বন্ধু বলে ওর বেশি সমালোচনা করতে চাই না। তবে আমার মতে, টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে ওর কোনও ধারণাই নেই। এটা ওর জায়গা নয়। মোহাম্মদ ইউসুফ (ব্যাটিং কোচ) তো দলের সঙ্গেই যুক্ত নয়। ও থাকলে আমাদের ব্যাটিং এত দুর্বল কেন? হয়তো ওকে দলের অন্দরে বেশি কথাই বলতে দেয়া হয় না।’

শোয়েব আখতার ক্ষুব্ধ পাকিস্তানের ব্যাটার ইফতিখার আহমেদকে নিয়েও। তাকে তুলনা করেছেন প্রাক্তন অধিনায়ক মিসবাহ উল-হকের সঙ্গে। 

তার ধারণা, মিসবাহর মতোই ধীর গতির ক্রিকেটার ইফতিখার। শোয়েব বলছেন, ‘ইফতিখারকে নিয়ে কী আর বলব! মনে হচ্ছে ও মিসবাহর দ্বিতীয় সংস্করণ।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি