বিশ্বকাপের সবগুলো আসরেই অংশ নেয় যে দল
প্রকাশিত : ১৬:৪৮, ৯ জুন ২০১৮ | আপডেট: ১৭:০৭, ১০ জুন ২০১৮
২১তম বিশ্বকাপের আসর বসছে রাশিয়ায়। ১৪ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল আসর। তবে এর আগে বাছাইপর্ব পেরিয়ে মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ৩২ দল। ১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও কেবল একটি দলই বিশ্বকাপের সবকটি আসরে অংশ নিতে পেরেছে। জানেন কি, সেই দলটি কে?
সে দলটি আর কোনো দল নয়। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলই সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলায় অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে। এবারের বিশ্বকাপের আসরসহ মোট ২১ বার দেশটি বিশ্বকাপে অংশ নিচ্ছে।
এদিকে বিশ্বকাপ জয়ের দিক দিয়েও সব দলকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। তারা সর্বোচ্চ ৫ বার বিশ্বকাপ জয় করে। তাদের পরেই আছে ইতালি। তবে দুর্ভাগ্যের বিষয় রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে দলটি। তবে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতলেও সবচেয়ে বেশিবার ফাইনালে উঠেছে জার্মানি। তবে ব্রাজিল সর্বাধিক বিশ্বকাপে অংশ নিলেও জার্মানি সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ খেলেছে। তবে সবচেয়ে বেশি জয় পেয়েছে ব্রাজিল।
এমজে/