ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২০ অক্টোবর ২০২২

সুপার টুয়েলভে যেতে হলে জিততেই হবে, এমন সমীকরণ নিয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়! সেই সমীকরণটা দারুণভাবেই মিলিয়েছে শানাকার দল।

আজ (বৃহস্পতিবার) জিলংয়ে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৬২ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ডাচরা করতে পারে ১৪৬ রান।

শ্রীলঙ্কার আগের ম্যাচে জয়ের নায়ক ছিলেন পাথুম নিসানকা। এ ম্যাচে মাত্র ১৪ রানে ফেরেন তিনি। তবে তার ওপেনিং সঙ্গী কুশল মেন্ডিস ঠিকই দাঁড়িয়ে যান। 

একপাশ আগলে রেখে লঙ্কানদের লড়াকু পুঁজির আশা ভালোভাবেই টিকিয়ে রাখেন মেন্ডিস। 
এই ব্যাটার খেলেন বিস্ফোরক ইনিংস। মাত্র ৪৪ বলে ৫ বাউন্ডারি ও ৫ ছক্কায় করেন ৭৯ রান। 

এছাড়া চারিথ আসালঙ্কার ৩১ ও ভানুকা রাজাপাকশের ১৯ রানে লঙ্কানরা পায় ১৬২ রানের পুঁজি।

কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চেষ্টা চালিয়েছেন ডাচ ব্যাটার ও’ডাওন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে অপরাজিত থাকেন ৭১ রানে। ৫৩ বলের ইনিংসটি তিনি সাজান ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায়। এছাড়া ২১ রান করেছেন স্কট এডওয়ার্ডস।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ভানিন্দু হাসারাঙ্গা। এই লেগ স্পিনার ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। আরেক স্পিনার মাহিশ থিকশানানা ৩২ রানে পেয়েছেন ২ উইকেট।

ম্যাচসেরার পুরস্কার উঠে মেন্ডিসের হাতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি