ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ইস্যু

বিশ্বকে বাংলাদেশের পক্ষে চায় মানবাধিকারকর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত সম্মেলনে এ আহ্ববান জানানো হয়। গত বৃহস্পতি ও শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিনব্যাপী ‘ফোরাম অন মাইনরিটি ইস্যুজ’ শিরোনামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুদানের তারিক কুর্দির সভাপতিত্বে উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন সুইজারল্যান্ডের ভেযেনতেন উইলগের, কানাডার ড. ফার্নান্দ ভার্নেস, ইতালির ল্যাম্বার্ট জেনিফার। পরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যায়ক্রমে দু’দিন ধরে বিভিন্ন দেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বক্তব্য রাখেন।

এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ‘সর্ব ইউরোপিয় আওয়ামী লীগ’ এর সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া।

ডা. বড়ুয়া তার বক্তব্যে রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের অত্যাচারের কথা তুলে ধরেন। এছাড়াও মানবিকতার খাতিরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া হলেও তাদের নিজ দেশে ফেরত যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। এজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি।

 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি