ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিশ্বজুড়ে কমেনি সংক্রমণ, আরও ৪ হাজার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২০ অক্টোবর ২০২০

বিশ্বজুড়ে কমছে না করোনার তাণ্ডব। গত একদিনেও যার শিকার সোয়া তিন লাখের বেশি মানুষ। নতুন করে  প্রাণহানি ঘটেছে ৪ হাজারের অধিক ভুক্তভোগীর। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ২৩ হাজার ছুঁই ছুঁই। যার অধিকাংশই আমেরিকা, ব্রাজিল ও ভারতের নাগরিক। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৩শ’ জনে। নতুন করে ৪ হাজার ৩৮৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ২২ হাজার ৭৫৮ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৩ লাখ ৪৭ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৩৯ হাজারের অধিক রোগী। 

করোনার সবচেয়ে ভুক্তভোগীদের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ৫৬ হাজার ৬৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৫ হাজার ২২২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৪ হাজার ৭৩৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজার ২৩৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫২ লাখ ৫১ হাজার ১২৭ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ২২৬ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী  ১৪ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৩৬৬ জন।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম উঠেছে ইউরোপের দেশ স্পেনের। যেখানে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১০ লাখ ১৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৩ হাজার ৯৯২ জনের।  

ছয়ে থাকা আর্জেন্টিনায়ও সংক্রমণ দশ লাখের কোটায় প্রবেশ করেছে। ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে ভাইরাসটি এখন পর্যন্ত ১০ লাখ আড়াই হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৭১৬  জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন।  এর মধ্যে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬৮১ জনের।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি