বিশ্বজুড়ে হঠাৎ অচল ফেসবুক
প্রকাশিত : ০৮:৫৯, ৪ আগস্ট ২০১৮
বিশ্বজুড়ে সাময়িক লগ ইন সমস্যা দেখা দেওয়ায় হঠাৎ অচল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিছু সময়ের জন্য ব্যবহারকারীরা ফেসবুক লগ ইন করতে পারেনি। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। তবে এ জন্য ফেসবুক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে সেই সমস্যা সমাধান করেছে। এতে ব্যবহারকারীরা আবারও লগ ইন করতে পারছেন।
যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে ফেসবুক লগ ইনে সমস্যা দেখা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এবং বাংলাদেশের ব্যবহারকারীরাও এ সমস্যার সম্মুখীন হন। ওয়বসাইট ছাড়াও অ্যাপে ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারেননি।
বাংলাদেশের ব্যবহারকারীরাও সাময়িক সমস্যায় পড়ে। বর্তমানে সচল রয়েছে ফেসবুক।
এসএ/
আরও পড়ুন