ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববাজারে কমছে সোনার দাম, কমতে পারে দেশেও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক বাজার ও দেশের বাজারে সাম্প্রতিক সময়ে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তবে, সর্বোচ্চ দামের রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে বড় দরপতনের মধ্যে পড়েছে সোনা। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ১২২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে ১৪ হাজার টাকার ওপরে।

বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হওয়ায় বাংলাদেশে সোনার দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে সোনার দাম কমার হার বেশ কম। ফলে দেশের বাজারে যেকোনো সময় সোনার দাম কমতে পারে। গত সপ্তাহে দুই দফায় দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ১৯৯ টাকা।

তথ্য পর্যালোচায় দেখা যায়, বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে গত ৩০ অক্টোবার প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলারে উঠে। এই রেকর্ড দাম হওয়ার পর দিন থেকেই পতনের মধ্যে পড়ে সোনা। সেই দরপতনের ধারা এখনো অব্যাহত রয়েছে।

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে যেমন সোনার দাম বাড়ানো হয়েছে, তেমনি বিশ্ববাজারে সোনা পতনের মধ্যে পড়লে দেশের বাজারেও সোনার দাম কমানো হচ্ছে। চলতি মাসে টানা চার দফা দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। এই চার দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে ৯ হাজার ১৭ টাকা।

গত সপ্তাহে লেনদেন শুরুর সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৬৮৪ দশমিক ৪১ ডলার। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬২ দশমিক ৫৪ ডলারে। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ১২১ দশমিক ৮৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৬২৫ টাকা (১ ডলার সমান ১২০ টাকা ধরা হয়েছে)।

বিশ্ববাজারে সোনার এই দাম কমার প্রেক্ষিতে গত সপ্তাহের ১৩ ও ১৫ নভেম্বর দুই দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়। এর মধ্যে ১৫ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমানো হয়। আর ১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ৫১৯ টাকা। অর্থাৎ গত সপ্তাহের দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ১৯৯ টাকা। এ হিসাবে বিশ্ববাজারে সোনার দাম যে পরিমাণ কমেছে, বাংলাদেশে তার তুলনায় ৭১ শতাংশ কম কমেছে।


এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি