বিশ্ববাজারে সোনার বড় দরপতন
প্রকাশিত : ১২:৫০, ৫ এপ্রিল ২০২৫

আশঙ্কা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন। তাতে বিগত কয়েকদিনে দফায় দফায় বেড়েছে সোনার দাম। তবে ট্রাম্পের ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোনা বড় দরপতনের মধ্যে পড়েছে।
জানা গেছে, এক দিনেই প্রতি আউন্স সোনার দাম ৭০ ডলারের ওপরে কমে গেছে।
এদিকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় দাম বাড়ানো হয়েছে। এতে বর্তমানে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। দেশের বাজারে সর্বশেষ সোনার দাম নির্ধারণ করা হয় ২৯ মার্চ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে শুল্ক আরোপের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসএস//
আরও পড়ুন