ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববিখ্যাত হার্ডওয়্যার ব্র্যান্ড ‘ইয়েল’ আনলো র‌্যানকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:১৩, ১২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

র‌্যানকন হোম সল্যুশন্স লিমিটেড দেশের বাজারে প্রথমবারের মতো নিয়ে এসছে বিশ্ববিখ্যাত হার্ডওয়্যার ব্র্যান্ড ‘ইয়েল’। ‘ইয়েল’ বিশ্বব্যাপী ১৫০ বছরেরও বেশি সময় ধরে হার্ডওয়্যার শিল্পে সুরক্ষা ও নিরাপত্তার প্রতীক হিসেবে সর্বাধিক পরিচিত।

আবাসিক ও বাণিজ্যিক ভবনের নিরপত্তা নিশ্চিতকল্পে ‘ইয়েল’ এর রয়েছে মর্টিজ লক, ডিজিটাল ডোর লক, ডোর স্টপার, ডোর গার্ড, সিকিউরিটি লক, ডোর হিনজ, পুল হ্যান্ডল, প্যাড লক, ডোর ক্লোজার, ফ্লোর স্প্রিং, ফায়ার ডোর অ্যান্ড এক্সেসরিজ, প্যাচ ফিটিংস, শাওয়ার হার্ডওয়্যার, ডোর ফার্নিচার, ডিজিটাল ডোর ভিউয়ারস।

বাইসাইকেল এবং মোটরবাইকের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট ‘ইয়েল লক’।

র‌্যানকন হোম সল্যুশন্স লিমিটেড গত শনিবার রাজধানী ঢাকার মিরপুরে উদ্বোধন করেছে Yale Megastore শোরুম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আরও উপস্থিত ছিলেন র‌্যানকন হোম সল্যুশন্স লিমিটেডের ব্যাপস্থাপনা পরিচালক ফারহানা হক, Yale–এর সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট মি. মানু আহুজা বেং ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ. রউফ চৌধুরী প্রমুখ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি