ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত করলো রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ১৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত করলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। 

আজ রোববার উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিশেষ কারণ হিসেবে কোন কিছুর উল্লেখ না থাকলেও খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্যে মর্যাদায় পালন হবে বলে জানিয়েছে প্রশাসন। করোনা পরবর্তী পরিস্থিতির পরে এই প্রথম বিশ্ববিদ্যালয় দিবসে কোন কার্যক্রম করবে না রাবিপ্রবি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “দীর্ঘদিন ক্লাস, পরীক্ষা বন্ধ থাকায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এর মাঝে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে না শুনেই খারাপ লাগছে।”

উল্লেখ্য, আগামীকাল ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি