ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

সংসদে এমপি জাহেদী

বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ না বাড়ালে ভবিষ্যৎ তমসাচ্ছন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ৩০ জুন ২০২৪

বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী (মহুল)। তিনি বলেন, প্রশাসনিক ব্যয় কমিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষাণার দিকে বেশি নজর দিতে। তা না হলে ভবিষ্যৎ তমসাচ্ছন্ন হয়ে যাবে।

রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘‘গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটে বেহাল দশা। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা করা হয়। সেখানে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২০ কোটি টাকা। যেখানে দুই হাজার শিক্ষক রয়েছেন, সেখানে প্রতি শিক্ষক গবেষণাখাতে পুরো বছর এক লাখ টাকা পাবেন কিনা সেটাও সন্দেহের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন এ অবস্থা আমার মনে হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থা এর থেকে আরও করুণ হবে। বিশ্ববিদ্যালয়ে যদি আমরা গবেষণা করতে না পারি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি আমরা গবেষণার বরাদ্দ না দিতে পারি তাহলে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের আগামীতে একটি তমসাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ঠেলে দিবো।’’

শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যয় নিয়ে তিনি বলেন, ‘‘২০২৩-২৪ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৪৭০ কোটি টাকা; কিন্তু খরচ হয়েছে ৩৩৭ কোটি টাকা। অথচ আগামী বছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৫৬ কোটি টাকা। এখানে ১১৯ কোটি টাকা প্রশাসনিক ব্যয় বেশি ধরা হয়েছে। যা এ বছরের খরচের থেকে প্রায় ৩৬ শতাংশ বেশী।’’

এ সময় তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রায় পাঁচ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আমি মনে করি, মাধ্যমিক স্তর আমাদের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ কাঠামো। তাই এসব শূন্যপদে অভিলম্বে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি